ঢাকা : ৫ জানুয়ারি সোমবার রাজধানীর ১৬ টি স্পটে সমাবেশ করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে রোববার সন্ধ্যায় দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমন ইঙ্গিত দিয়েছেন।
তিনি সাংবাদিকদের জানান, সোমবার কোথাও সমাবেশ করছে না তার দল। র্যালি করার সিদ্ধান্ত রয়েছে। রাজধানীর বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীরা সতর্ক থাকবেন বলেও জানান তিনি।
বেলা তিনটার দিকেও ৫ জানুয়ারিতে রাজধানীতে কর্মসূচি বাস্তবায়নের পক্ষে ছিল আওয়ামী লীগ।
কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে রোববার বিকেল ৫ টা থেকে রাজধানীতে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করায় কর্মসূচি থেকে সরে দাঁড়ায় দলটি।