
বান্দরবান: বান্দরবানের মায়ানমার সীমান্ত থেকে ১২টি বিস্ফোরক উদ্ধার করেছে বিজিবির সদস্যরা।
সোমবার সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার লেম্বুছড়ি সীমান্তের ৪৯ নং পিলারের কাছ থেকে বিস্ফোরকগুলো উদ্ধার করা হয়। স্থানিয়রা জানিয়েছেন, ৪৯ নং পিলারের কাছে কাঁটাতারের বেড়ার পাশে বিস্ফোরকগুলো কয়েকফুট দূরত্বে মাটিতে পোতা অবস্থায় ছিল।
এলাকার লোকজন দেখতে পেয়ে লেম্বুছড়ির বিজিবি ক্যাম্পে খবর দিলে বিজিবি সদস্যরা সেগুলো উদ্ধার করে। বিস্ফোরকগুলো বর্তমানে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নে নিয়ে আসা হয়েছে।
ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাসান মোর্শেদ জানান, বিস্ফোরকগুলো ইম্প্রোভাইস এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নামে পরিচিত। এগুলোকে স্থানীয়রা মাইন বলে উল্লেখ করে থাকে।
তবে এগুলোর খুব বেশি ক্ষতিসাধনের ক্ষমতা নেই। সীমান্তের যে স্থানে কাঁটাতারের বেড়া নেই বা লোকজন আসা যাওয়া করতে পারে এমন সব জায়গাতেই মায়ানমারের সীমান্ত রক্ষি বাহিনী বিস্ফোরকগুলো মাটিতে কয়েক ফুট দুরত্বে পুতে রাখে।
উদ্ধারকৃত বিস্ফোরকগুলো বর্তমানে পরীক্ষা নিরীক্ষার জন্য ব্যাটালিয়নে রাখা হয়েছে। বিস্ফোরক বিশেষজ্ঞ দল আসার পরই এগুলো পরীক্ষা নিরীক্ষা করা হবে অধিনায়ক জানিয়েছেন।