রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. সাজেদুর রহমানকে বদলিজনিত বিদায় সংবর্ধনার আয়োজন করে প্রেসক্লাব রাজারহাট। সোমবার দুপুরে প্রেসক্লাব সভাপতি সহ. অধ্যাপক সাজেদুর রহমান মন্ডল চাঁদ-এর সভাপতিত্বে ও দৈনিক মানবজমিন রাজারহাট প্রতিনিধি রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা ও উপজেলা আওয়ামীলীগের সা. সম্পাদক আলহাজ্ব আবুনুর মো. আক্তারুজ্জামান। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন-থানা অফিসার ইনচার্জ মো. আব্দুর রশিদ, সদর ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক ও কুড়িগ্রামের বিশিষ্ট সাংবাদিক এ্যাড. আহসান হাবিব নীলু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব চাষী আব্দুস ছালাম মাষ্টার, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মো. জাকির হোসেন চৌধুরী, জাপা সভাপতি খন্দকার মো. আব্দুল হাকিম, সা. সম্পাদক মো. আমজাদ হোসেন, প্রেসক্লাব সা. সম্পাদক আনিছুর রহমান লিটন, অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক মো. নূর ইসলাম, সংবাদের কুড়িগ্রাম প্রতিনিধি হুমায়ুন কবীর সূর্য্য প্রমূখ। পরে বিদায়ী ইউএনও মো. সাজেদুর রহমানকে প্রেসক্লাবের নেতৃবৃন্দ ক্রেষ্ট তুলে দেন এবং আগত অতিথিবৃন্দকে ফুলের তোরা দিয়ে বরণ করেন। উল্লেখ্য, বর্তমান ইউএনও মো. সাজেদুর রহমানকে বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যানের পিএস হিসেবে যোগদান করবেন এবং তাঁর কর্মস্থলে রংপুরের কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মোত্তালেব সরকার যোগদান করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।