
সুনামগঞ্জ : সুনামগঞ্জ জেলা বিএনপি-আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ওসিসহ ১০ জন আহত হয়েছে।
সোমবার বেলা ১২ টার দিকে শহরের ডিএস রোড এলাকায় বিএনপির মিছিল চলাকালীন সময়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষ থামাতে পুলিশ ২০ রাউন্ড টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবির সদস্যরা এসে যোগ দেয়। শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ র্যাব ও বিজিবি মোতায়ন রয়েছে।
অপরদিকে জামাইপাড়া এলাকায় বেশ কয়েকটি সিএনজি ভাঙচুর করেছে জামায়াত-শিবিরের কর্মীরা। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর-রশিদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২০ রাউন্ড টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শহরজুড়ে উত্তেজনা বিরাজ করছে। এর আগে সকালে নাশকতার অভিযোগে জেলার ১২টি থানায় বিএনপি জামায়াতের ৩২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।