
ঢাকা : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বুধবার আদালতে নিয়ে যাওয়া হবে। বর্তমানে তাকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে।
মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, মির্জা ফখরুলের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।