
ঢাকা : সুন্দরবনের শ্যালা নদী দিয়ে নিয়ন্ত্রিত উপায়ে দিনের বেলায় নৌযান চলাচলের অনুমতি দিয়েছে সরকার। তবে আপাতত কোন তেলবাহি ট্যাঙ্কার চলাচল করতে পারবেনা।
গত ৯ ডিসেম্বর শ্যালা নদীতে সাড়ে তিন লাখ লিটার তেলসহ একটি ট্যাঙ্কার ডুবির ঘটনায় এই নৌ পথটি বন্ধ করা হয়।
দুর্ঘটনায় সুন্দরবনের প্রায় ৪০ কিলোমিটার এলাকায় তেল ছড়িয়ে পড়েছে বলে জাতিসংঘের বিশেষজ্ঞ দলের প্রাথমিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জাতিসংঘের বিশেষজ্ঞ দল আগামী ১৫ জানুয়ারির মধ্যে তাদের চুড়ান্ত প্রতিবেদন এবং সুপারিশ দেওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক আন্ত:মন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত হয়। নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বৈঠকে সভাপতিত্ব করেন। নৌ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।