খেলাধুলা ডেস্ক: টেস্ট ক্রিকেটে এক বলে ৭ রান। শুনতে অবাক লাগলেও সোমবার এমনটিই ঘটেছে। ব্যাটসম্যানের নাম ক্রেইগ ব্রাফেট। সোমবার দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তৃতীয় টেস্টের টেস্টের চতুর্থ দিনে এই ঘটনা ঘটে।
সোমবার দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সময় পয়েন্টেরে দিকে বল ঠেলে দিয়ে দৌড়ে ৩ রান নেন ব্রাফেট। এ সময় বাউন্ডারি লাইনের কাছ থেকে বলে ধরে বোলার প্রান্তের স্ট্যাম্পে মারেন ডি ভিলিয়ার্স। স্ট্যাম্পের কাছে কোনো ব্যাক-আপ না থাকার বল গড়িয়ে সীমানার বাইয়ে চলে গেলে আরো ৪ রান যোগ হয়
ফলে ১ বলে ৭ রান করে বিশ্বরেকর্ডের মালিক বনে যান ব্রাফেট। তবে এদিন মাত্র ১৬ রান করে সাজঘরে ফেরেন তিনি।
দক্ষিণ আফ্রিকার ক্রিকেট পরিসংখ্যানবিদ অ্যান্ড্রু স্যামসন জানান, বিশ্ব-ক্রিকেটে প্রথমবারের মতো কোনো ব্যাটসম্যান ১ বল থেকে ৭ রান সংগ্রহ করেন।
প্রসঙ্গত, সিরিজের শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে আট উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে তিন ম্যাচ টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। -ওয়েবসাইট