
ঢাকা : আইনের দৃষ্টিতে পলাতক থাকায় লন্ডনে অবস্থানরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য দেশের গণমাধ্যমগুলোতে প্রচারের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট।
একই সঙ্গে তারেকের বক্তব্য গণমাধ্যমে প্রচার কেন অবৈধ ঘোষণা করা হবেনা মর্মে ৪ সপ্তাহের রুল জারি করা হয়েছে।
রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
বুধবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নিষেধাজ্ঞা দেন।
এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী নাসরিন সিদ্দিকী লিনা মঙ্গলবার তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচারে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন।