সিলেট: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সিলেট থেকে চট্টগ্রামগামী উদয় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ৬ বগি লাইনচ্যুত হয়েছে। এ সময় প্রায় ১৫০ জনের মতো আহত হয়েছে। উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
বুধবার দিবাগত রাতে উপজেলার শমসেরনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সারাদেশের সাথে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।রেল লাইনের ফিশপ্লেট খোলা থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
কুলাউড়ার স্টেশন মাস্টার মো. শহীদুল ইসলাম জানান, ১১ বগির ট্রেনটির প্রত্যেকটিতে ৬০ জন করে প্রায় ৬৫০ এর বেশি যাত্রী নিয়ে সিলেট থেকে চট্টগ্রাম যাচ্ছিল। পথে শমসেরনগর এলাকায় ফিশপ্লেট খোলা থাকায় ইঞ্জিনসহ ৬ বগি লাইনচ্যুত হয়। এতে ওই বগিগুলোতে থাকা ১৫০ যাত্রীর মতো আহত থাকতে পারে।