নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি পরিবারের ঘরবাড়ি সহ প্রায় ১২লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১১টার সময় উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কুটি নাওডাঙ্গা গ্রামের বাহার আলীর বাড়ির রান্নাঘর থেকে আগুনের সুত্রপাত ঘটলে মহুর্তের মধ্যে তা দ্রুত ছড়িয়ে পরে প্রতিবেশী বেলাল হোসেন , শাহার আলী, শাহানুর আলম, শামসুল হক, আব্দুল কাদের এর বাড়ি পুড়ে যায়। এতে ধান চাউল, আসবাবপত্র,ঘরবাড়ি, নগদ অর্থ সহ প্রায় ১২ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। প্রত্যক্ষদর্শিরা জানান, গভির রাতে আগুনের উৎপত্তি ঘটায় ৫টি পরিবারের সবকটি বাড়ি পুরে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মোঃ রহমতুল্যাহ জানান ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে প্রাথমিক অবস্থায় উপজেলা ত্রানশাখা থেকে প্রতিটি পরিবারকে ৩০কেজি চাউল ও ২০টি কম্বল দেয়া হয়েছে।