
ঢাকা : বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবীন চৌধুরীকে আটকের পর শাহবাগ থানায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে বনানী ডিওএইচএস এলাকায় তার বাসা থেকে তাকে আটক করে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, গত ২৪ ডিসেম্বর রাজধানীর বকশিবাজারে স্থাপিত অস্থায়ী আদালতে খালেদা জিয়ার হাজির হওয়ার সময় সংঘর্ষের জের ধরে, নেত্রকোনা-১ আসনের এমপি ছবি বিশ্বাসের গাড়ি ও তার উপর হামলার ঘটনা ঘটে। এতে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয় আর সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। বর্তমানে তাকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে।
তিনি আরো বলেন, শুক্রবার বিকেলের দিকে রিমান্ড আবেদনের জন্য আদালতে নেয়া হবে।