দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে দেশব্যাপাী ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের পঞ্চম দিকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির।
শনিবার সকালে ইসলামী ছাত্রশিবির দিনাজপুর শহর শাখা অনির্দিষ্টকালের অবরোধের পঞ্চম দিনে শহরের স্টেশন রোডে বিক্ষোভ মিছিল বের করে ষষ্ঠিতলা গিয়ে শেষ করে। এ সময় তারা বিভিন্ন শ্লোগন দেয় ও যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ছাত্রশিবির দিনাজপুর শহর শাখার নেতাকর্মী অংশগ্রহন করেন।
দুপুরে ইমেইলের মাধ্যমে স্থানীয় সংবাদপত্রে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।