সিসি নিউজ: বগুড়ার মহাস্থানগড়ে পিকেটারদের হামলায় আহত ট্রাকচালক ইমদাদুল ইসলাম রাজু (৩৫) মারা গেছেন।
শনিবার সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত রাজু নাটোরের দুর্গাশপুর উপজেলার মানু মন্ডলের ছেলে।
নিহতের মামা রবিউল জানান, শুক্রবার রাতে রাজু আলুভর্তি ট্রাক নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। দিবাগত রাত তিনটার দিকে বগুড়ার মহাস্থানগড়ে কিছু পিকেটার ট্রাকে ইট-পাটকেল ছুঁড়তে থাকে। এসময় মাথায় ইটের আঘাতে গুরুতর আহত হন তিনি।
পরে শনিবার সকাল ১১ টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।