
ঢাকা : রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার সংলগ্ন কাটাসুরের পুলপাড় বস্তির আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ঘটনায় এক শিশুর মৃত্যুর খবর জানিয়েছে বাসিন্দারা। তবে ফায়ার সার্ভিস তথ্যটি নিশ্চিত করতে পারেনি। অগ্নিকাণ্ডের ঘটনায় টিনের তৈরি অর্ধশতাধিক ঘর পুড়ে গেছে।
রোববার সকাল ৮টা ২৮ মিনিটে একটি টিনের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা বেড়ে যায় মুহূর্তেই। এরপর তাদের সঙ্গে ফায়ার সার্ভিসের ১০ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে স্থানীয়দের সঙ্গে যোগ দেয়। এরপর সকাল ১০ টার দিকে আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হন তারা।
এদিকে স্থানীয়রা জানিয়েছে, অগ্নিকাণ্ডে ফাতেমা নামের তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি বাসায় ঘুমন্ত ছিল। তার বাবা-মা এসময় বাইরে ছিল। তবে ফায়ার সার্ভিস শিশুটির মৃত্যুর খবর নিশ্চিত করতে পারেনি।
প্রসঙ্গত, পুলপাড় বস্তিতে কমপক্ষে তিন শতাধিক ঘর রয়েছে। এর আশপাশে বেশ কয়েকটি বহুতলা ভবনও রয়েছে। তবে তাতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।