খেলাধুলা ডেস্ক: বিশ্ব ক্রিকেটে বিরল এক নজির স্থাপন করলেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব আল-হাসান। টেস্ট ও টি-টিয়েন্টি ক্রিকেটে অলরাউন্ডারদের মধ্যে অনেক আগ থেকেই শীর্ষ স্থানটি দখল করে ছিলেন সাকিব। এবার ওয়ানডে ক্রিকেটের শীর্ষ অলরাউন্ডারের স্থানটিও পুনরুদ্ধার করলেন দেশ সেরা এই ক্রিকেটার।
বর্তমানে ক্রিকেটের তিন ফরমেটে অর্থাৎ টি-টোয়েন্টি, ওয়ানডে ও টেস্টে শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসান। বিশ্ব ক্রিকেট ইতিহাসে সাকিবই প্রথম যে একই সাথে ক্রিকেটের তিন ফরমেটেই শীর্ষ অলরাউন্ডার হওয়ার গৌরব অর্জন করলেন।
আইসিসির সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে ৪০৩ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে অলরাউন্ডারদের মধ্যে শীর্ষে উঠেছেন সাকিব। ৩৯৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ হাফিজ এবং তিনে থাকা শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসের রেটিং পয়েন্ট ৩৯৫।
এছাড়া টেস্ট ক্রিকেটে ৩৯৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন সাকিব আল-হাসান। দ্বিতীয় স্থানে থাকা ভারলন ফিনল্যান্ডার (৩৪১) সাকিবের থেকে অনেক পিছিয়ে। ৩১৮ পয়েন্ট নিয়ে তিনে আছেন ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন।
টি-টোয়েন্টি ক্রিকেটে ৩৭৭ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে সাকিব। দুইয়ে থাকা মোহাম্মদ হাফিজের রেটিং পয়েন্ট ৩৬৩। আর তিন নম্বরে আছেন তার স্বদেশি শহীদ আফ্রিদি (৩২৬)।