কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কাহারোল উপজেলা শাখার উদ্দ্যোগে সোমবার শীতার্ত দুঃস্থ মুক্তিযোদ্ধাদের মাঝে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরন করা হয়। উপজেলার ১৩ জন দুঃস্থ মুক্তিযোদ্ধা ও ২ জন আদিবাসীর মাঝে কম্বল তুলে দেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কাহারোল শাখার ব্যবস্থাপক মোঃ আজহারুল ইসলাম। এসময় উপজেলার বুলিয়া বাজার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক শাখার ব্যবস্থাপক মোঃ আজিজার রহমান, ২য় কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম, উর্ধ্বতন কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, সুরত আলী সহ ব্যাংকের সকল কর্মকর্তা কর্মচারী ও এলাকার সচেতন মহল উপস্থিত ছিলেন।