কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর এক ছাত্রী গত শনিবার রাতে একটি কন্যা সন্তানের মা হয়েছে। কিন্তু ঘটনার পর থেকে সোমবার পর্যন্ত গ্রেফতার হয়নি ধর্ষক আসামি। আসামিকে গ্রেফতারে পুলিশ সুপার নির্দেশ দিয়েছেন।
অভিযোগে জানা যায়, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের পুর্বদলিরাম মাঝাপাড়া গ্রামের কৃষক লুৎফর রহমানের স্কুল ছাত্রী মেয়েকে একই গ্রামের নুরুল ইসলামের পুত্র দেলাবর রহমান ২০১৪ সালের ২০ এপ্রিল রাতে বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এতে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। ঘটনাটি এলাকাবাসী দীর্ঘ সময় ধরে মীমাংসার মাধ্যমে ধর্ষকের সাথে মেয়েটির বিয়ের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। ফলে এ ঘটনায় ২০১৪ সালের ১৭ ডিসেম্বর কিশোরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মেয়েটির পিতা বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার পর আসামি গা ঢাকা দেয়।