• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:৩১ অপরাহ্ন |
শিরোনাম :

ছবি দেখে সন্ত্রাসী শনাক্তের সুপারিশ

ixgd9csoঢাকা: গণমাধ্যমে প্রকাশিত সন্ত্রাসীদের ছবি দেখে শনাক্তের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের পাশাপাশি যে কোনো মূল্যে সন্ত্রাস নির্মূলেরও সুপারিশ করেছে তারা।

মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এমন সুপারিশ করা হয়।

বৈঠক শেষে কমিটির সভাপতি টিপু মুন্সি সাংবাদিকদের বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে বর্তমান হরতাল অবরোধ কিভাবে মোকাবেলা করা যায় তা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সর্তক অবস্থানে থেকে কাজ করতে বলা হয়েছে। মানুষের জান-মালের নিরাপত্তা দিতে সংশ্লিষ্ট বাহিনীকে কঠোর হস্তে সন্ত্রাসী দমন করতে বলা হয়েছে।’ আইনশৃঙ্খলা বাহিনী রুটিন অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে বলেও জানান সভাপতি।

কমিটির সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেন, ‘জনগণের নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনী যা যা করার দরকার করবে। এতে এক বিন্দুও কুণ্ঠা বোধ করবে না।’

ওমর ফারুক চৌধুরী বলেন, ‘দেশের বিভিন্ন যায়গায় বিএনপি জামায়াত সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। ভোর বেলায় গুটি কয়েক লোক নিয়ে গাড়ি ভাঙচুর, গাড়ি পোড়ানো, বোমা মারা এমন কোন কাজ নেই তারা করছে না। গণমাধ্যমে ভিডিও ফুটেজ ও ছবি দেখানোর পরেও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। তাই কমিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছে প্রয়োজনে গণমাধ্যমে প্রকাশিত ছবি দেখে সন্ত্রাসী চিহিৃত করে ব্যবস্থা নিতে হবে।’

বৈঠক সূত্রে জানা যায়, মাদক নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের কথা পুনরায় কমিটিতে ব্যক্ত করা হয়েছে। এজন্য প্রতিটি জেলায় ও স্পটে মাদক ব্যবসয়ীদের তালিকা প্রস্তুত করা হচ্ছে বলে বৈঠকে জানানো হয়েছে। কোন রাসায়নিক দ্রব্য সন্দেহজনক হলে তা পরীক্ষাগারে নির্দেশ দিয়েছে কমিটি।

কমিটির সভাপতি টিপু মুন্সির সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন- কমিটি সদস্য স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এছাড়া ছিলেন কমিটি সদস্য সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, ওমর ফারুক চৌধুরী, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ফখরুল ইমাম, কামরুন নাহার চৌধুরী প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) শহিদুল হকসহ আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্দ্ধতন কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ