
কক্সবাজার: টেকনাফ নাফনদী সীমান্তে ৬০ হাজার ইয়াবা ও নৌকাসহ ৪ মিয়ানমার নাগরিককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার রাত ১০ টার দিকে তাদের আটক করা হয়।
জানা যায়, মঙ্গলবার রাতে বিজিবির ৪২ ব্যাটালিয়ান অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদের নেতৃত্বে সদর বিওপির জওয়ানরা গোপন সংবাদে নাফনদীর ৩ নং সুইচ গেইট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্লাস্টিক মোড়ানো ইয়াবার প্যাকেট ও নৌকাসহ ৪ মিয়ানমার নাগরিকদের আটক করে।
পরে উদ্ধারকৃত ইয়াবা গণনা করে ৬০ হাজার পিস ইয়াবা পাওয়া যার আনুমানিক মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা বলে বিজিবি জানায়।
বিজিবি অধিনায়ক জানান, উদ্ধার ইয়াবাসহ গ্রেফতার মিয়ানমার নাগরিকদের থানায় হস্তান্তর করে মাদক ও বৈদেশিক নাগরিক আইনে পৃথক মামলা করা হবে।