বাগেরহাট: বাগেরহাটের মোড়েলগঞ্জ থেকে বাঘের চামড়া ও হাড়সহ তিনজকে আটক করেছে র্যাব। উপজেলার মোল্লাবাড়ি থেকে মঙ্গলবার সন্ধ্যায় তাদের আটক করা হয়। আটকদের বাড়ি শরণখোলা উপজেলার আমড়াগাছিয়া গ্রামে। তাদের পরিচয় জানা যায়নি।
মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, শরণখোলার আমড়াগাছিয়া গ্রামের তিনজনকে সাদা পোশাকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ধরে নিয়ে মোড়েলগঞ্জের দিকে যাচ্ছে। এ খবর পেয়ে তিনি ফোর্স নিয়ে মোড়েলগঞ্জ ফেরি বন্ধ করে দেন। পরে সাদা পোশাকধারীরা ফেরিতে আসলে তিনি জানতে পারেন তারা র্যাব-৮-এর একটি দল।
র্যাব তাকে জানান, ধরে নিয়ে আসা তিনজনের কাছ থেকে একটি বাঘের চামড়া ও বেশ কিছু হাড় উদ্ধার করেছেন। যা ওই সময় তিনি দেখেছেন বলেও জানান।