
ঢাকা : প্রথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচিসহ মোট ৫ প্রকল্পর অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এক বৈঠকে এ অনুমোদন দেন একনেকের চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রকল্পগুলোতে মোট ব্যয় হবে ১৮ হাজার ৪০৪ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে আসবে ১৪ হাজার ২১২ কোটি টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে আসবে ৪ হাজার ১৯২ কোটি টাকা ।
অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে, তৃতীয় প্রথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৩) প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৮ হাজার ১৫৩ কোটি ৮৮ লাখ টাকা।
বিসিক শিল্প নগরী চুয়াডাঙ্গা প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩২ কোটি ৪৮ লাখ টাকা।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের আওতায় চট্টগ্রাম ও রাজশাহীতে ক্রীড়া স্কুল প্রতিষ্ঠা প্রকল্পে ব্যয় হবে ৭৮ কোটি ৯৬ লাখ টাকা।
ভোলা টেক্সটাইল ইনস্টিটিউট স্থাপন প্রকল্পের ব্যয় হবে ৬৪ কোটি ৯৯ লাখ টাকা।
তাছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিশেষ উন্নয়নের জন্য একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে এটি বান্তবায়নে ব্যয় হবে ৭৪ কোটি টাকা।