• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৯:৪০ অপরাহ্ন |
শিরোনাম :

পীরগঞ্জ সীমান্তে বিএসএফের হাতে আটক বাংলাদেশির মৃত্যু

Deathপীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : জেলার পীরগঞ্জ উপজেলার চান্দোহর সীমান্তে বিএসএফের হাতে আটক এক বাংলাদেশি মারা গেছে। বুধবার রাত ৯ টার সময় বিএসএফ লাশ হস্তান্তর করেছে।
পীরগঞ্জ উপজেলার চান্দোহর গ্রামের ইউনুস আলীর ছেলে আব্দুর রহমান (৩০) ও একই গ্রামের আসাদুজ্জামান আসাদ দলবল নিয়ে তারকাটা পার হয়ে ভারতে গরু আনতে যায়।
ঐ সীমান্তের ৩৩৩/৫ পিলারের ওপারে ১২ জানুয়ারি রাত ১১ টার দিকে তারকাঁটার বেড়া থেকে লাফিয়ে পড়ার সময় ভারতের সীমানন্দ ক্যাম্পের বিএসএফ তাদের চ্যালেঞ্জ করে।
এ সময় অন্যরা পালিয়ে গেলেও এ দু’জন বিএসএফের হাতে ধরা পড়ে। বিএসএফ অসুস্থ অবস্থায় তাদের উদ্ধার করে ওপারের রায়গঞ্জ হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের চিকিৎসক আব্দুর রহমানকে মৃত ঘোষণা করেন। আসাদ এখনও ঐ হাসপাতালে ভর্তি রয়েছেন।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এবিএম ইফতেখারুল ইসলাম বলেন, পুলিশ বিজিবি এবং আমার উপস্থিতিতে লাশ গ্রহণ করে আমরা পরিবারের কাছে দিয়েছি। প্রাথমিক সুরতহালে লাশের গায়ে কোন ক্ষতচিহ্ন পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ