• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০২:৪২ অপরাহ্ন |
শিরোনাম :
উত্তরের চার জেলার সাথে রংপুরের বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা খানসামায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ফুলবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩৯টি স্টলে উন্নত জাতের পশু-পাখি প্রদর্শন নীলফামারীতে প্রানি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী শুরু ক্ষেতলালে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ‍্যে হাতাহাতি  সড়ক দূর্ঘটনায় সংগীত শিল্পী পাগল হাসানসহ নিহত ২ পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, জনজীবন বিপর্যস্ত কারারক্ষী ও নারী কয়েদির অনৈতিক সম্পর্ক: নারী হাজতিকে মারধরের অভিযোগ খানসামায় আটক ৫ জুয়াড়ির ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড 

জলঢাকায় পিএসসির সাফল্যের নেপথ্যে

Exam1মিটুল চৌধুরী : নীলফামারী জেলাধীন জলঢাকা উপজেলায় ২০১৪ সালে প্রাথমিক সমাপনি পরীক্ষায় অনন্য সাফল্য অর্জন করেছে। মাত্র ছয় মাস পূর্বে যোগদান করেছেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ শাহাজাহান। তার অদম্য প্রচেষ্টায় বিভিন্ন প্রতিষ্ঠানের সমস্যাগুলো সমাধানে নিরলস পরিশ্রমে মাত্র কয়েক মাসের ব্যবধানে শিক্ষা অফিসের পরিবেশ বদলে গেছে বলে জানান, সহকারী শিক্ষক আতিকুর রহমান ও জান্নাতুল ফেরদৌস। তারা আরও জানান পূর্বে অফিসের সামনে মটর সাইকেলের গ্যারেজ  তৈরী হত এখন তা নেই। বর্তমানে অফিসের টেবিলে কোন ফাইলের স্তুপ নেই। কোন  শিক্ষককের ফাইলও পড়ে নেই। প্রতিদিনের কার্যক্রম প্রতিদিনই শেষ হয়ে যায়। তাই  শিক্ষকরা  নিয়মিত  ক্লাশে থাকায়  বিগত  বছরের তুলনায় এবারের ফলাফল অনেকটাই ভাল। এবং শতভাগ পাশের বিদ্যালয়ের সংখ্যাও অনেক বেশি। শিক্ষা অফিসার মোঃ শাহাজাহান ও সহকারি শিক্ষা অফিসার আতাউল গণি ওসমানীর সূত্রে জানা যায় এবারে ৪৭০টি  প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে সরকারী প্রাথমিক বিদ্যালয় ৮৪টিতে ডিআর ভুক্ত ছাত্র-ছাত্রী ৪ হাজার ৪শ ৬৭ জন, উপস্থিত  ছিল ৪২২৩ জন, কৃতকার্য  ৪১৭৯ জন। অকৃতকার্য ৪৪ জন, অনুপস্থিত ২৪৪ জন। পাশের হার ৯৩.৫৫% অনুপস্থিতির হার ৫.৪৬%, মডেল সপ্রাবি ১টি, ডিয়ার ভুক্ত ১০১জন, উপস্থিত ৮৯ জন, কৃতকার্য ৮৯ জন, অনুপস্থিত ১২ জন পাশের হার ৮৮.১২%, অনুপস্থিতির হার ১১.৮৮%, নতুন জাতীয়করনকৃত বিদ্যালয় ১৫৩টি, ডিআর ভুক্ত ছাত্র-ছাত্রী ৩ হাজার ৯শ ৭৮ জন, উপস্থিত ৩ হাজার ৬শ ৮৩, কৃতকার্য ৩হাজার ৬শ ১৫, অকৃতকার্য ৬৮ জন, অনুপস্থিত ২৯৫ জন পাশের হার ৯০.৮৭%, অনুপস্থিতির হার ৭.৪২%, নন-রেজিঃ প্রাথমিক বিদ্যালয় ২০টি ডিআরভুক্ত ১৬৫ জন, উপস্থিত ১৩৭ জন, কৃতকার্য ১২৯ জন, অকৃতকার্য ৮ জন, অনুপস্থিত ২৮ জন, পাশের হার ৭৮.১৮%, অনুপস্থিতির হার ১৬.৯৭%। আনন্দ স্কুল ১৯৬টি ডিআর ভুক্ত ২ হাজার ৯শ ৮৬জন, কৃতকার্য ২ হাজার ২শ ৮৭, অকৃতকার্য ১৯৭ জন, পাশের হার ৭৯.৯৪%, কিন্ডার গার্টেন ৮টি, ডিআরভুক্ত ১১১ জন, উপস্থিত ৯৮ জন, কৃতকার্য ৯৮ জন, অনুপস্থিত ১৩ জন, পাশের হার ৮৮.২৯%, অনুপস্থিততির হার ১১.৭১, অনুমতি প্রাপ্ত বেপ্রাবি ৫টি, ডিআর ভুক্ত ছাত্র-ছাত্রী ৩৩ জন উপস্থিত ২৪ জন, কৃতকার্য ২২ জন, অকৃতকার্য ২ জন, অনুপস্থিত ৯জন, পাশের হার ৬৬,৬৭%, অনুপস্থিতির হার ২৭.২৭ %। এনজিও পরিচালিত বিদ্যালয় ৩টি ডিআর ভুক্ত ৪১ জন, উপস্থিত ৩৭ জন কৃতকার্য ৩৬ জন, অকৃতকার্য ১ জন, অনুপস্থিত ৪জন। পাশের হার ৮৭.৮০%, অনুপস্থিতির হার ৯.৭৬%।মোট ৪৭০টি বিদ্যালয়ে ডিআর ভক্তি ছাত্র-ছাত্রী ছাত্র ১১৮৮২জন।এর মধ্যে ছাত্র ৫ হাজার ৮শ ২৬ জন। ছাত্রী ৬হাজার ৫৬ জন, কৃতকার্য ১০ হাজার ৫শ ৫৫ জন, অকৃতকার্য ৩২০ জন।
জিপিএ-৫ পেয়েছে ছাত্র ৩৪৭ জন,ছাত্রী ৩৩১ জন। জিপিএ-৪পেয়েছে ছাত্র ৫৭৪ জন, ছাত্রী ৫৬৪জন জিপিএ-৩.৫পেয়েছে ছাত্র ৬৮৯ জন ছাত্র ৬৭৩জন জিপিএ- ৩ পেয়েছে ছাত্র ৮৫৯ জন, ছাত্রী ৯১০ জন, জিপিএ ২পেয়েছে ছাত্র ১ হাজার ৬শ ৭৪ জন, ছাত্রী ১ হাজার ৮শ ৩০ জন, জিপিএ ১পেয়েছে ছাত্র ৯শ ৬২জন, ছাত্রী ১হাজার ১শ ৪২ জন, গড় পাশের হার ৮৮.৮৩%, এর মধ্যে ছাত্রদের পাশের হার, ৯৬.৮৯%, ছাত্রীদের পাশের হার ৯৭.২২%। বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ এ+পেয়েছে টেংগনমারী সরকারী প্রাথমিক বিদ্যালয় ৪০ জন ২য় সর্বোচ্চ গড় ধর্মপাল সপ্রাবি ৩৬জন, ৩য় সর্বোচ্চ আল-হেরা এডুকেয়ার  হোম কে.জি স্কুল ৩০ জন এর পরে আছে বালাগ্রাম ইউসি সপ্রাবি ২২জন।
এছাড়াও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ডিআর ভুক্ত ৫শ ৪৫ জন শিক্ষার্থী অংশ নেয় এর মধ্যে ছাত্র ২৮৯ জন, ছাত্রী ২৫৬ জন উপস্থিত ছাত্র ২৩৪জন, ছাত্রী ২২৬ জন, অনুপস্থিত ছাত্র ৫৫ জন, ছাত্রী-৩০ জন, কৃতকার্য ছাত্র-২৩৪জন, ছাত্রী ২২৫জন, জিপিএ-৫পেয়েছে ছাত্র-২জন, ছাত্রী ২জন জিপিএ-৪পেয়েছে ছাত্র-১১ জন, ছাত্রী- ৬জন, জিপিএ-৩.৫পেয়েছে ছাত্র-২৬, ছাত্রী ৩০ জন, জিপিএ-৩পেয়েছে ছাত্র-৬২ জন, ছাত্রী ৪০ জন, জিপিএ-২পেয়েছে ছাত্র-৮২ জন, ছাত্রী ১০২ জন, জিপিএ-১ পেয়েছে ছাত্র-৫১জন, ছাত্রী-৪৫ জন, অকৃতকার্য ছাত্রী ১জন অনুপস্থিত ছাত্র-৫৫, ছাত্রী ৩০ জন। পাশের হার ছাত্র ১০০%, ছাত্রী ৯৯.৫৬%, অনুপস্থিতির হার ছাত্র-১৯.০৩%, ছাত্রী- ১১.৭২%।
উপজেলা শিক্ষা অফিসার জানান, এই ফলাফল স্বল্প সময়ের মধ্যে প্রকাশিত হওয়ায় শিক্ষাবান্ধব সরকারের একটি মাইল ফলক। তিনি আর বলেন, অত্র উপজেলার শিক্ষা অফিসের সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারী ও শিক্ষক-শিক্ষিকাগনের অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে এই ফলাফল পেয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ