টঙ্গী: দেশব্যাপী ২০দলের ডাকা হরতালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিজিবি’র গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেছে পিকেটাররা। বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিকে টঙ্গী এরশাদ নগর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, টঙ্গী সরকারি কলেজ ছাত্র সংসদের জিএস জিয়াউল হাসান স্বপনের নেতৃত্বে হরতালের সমর্থনে স্থানীয় খাঁ পাড়া রোড থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্থানীয় এশিয়া পেট্রোল পাম্পের সামনে রাস্তায় আগুন জ্বালিয়ে পিকেটিং করার সময় বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে। এসময় টহলরত বডার গার্ডের (বিজিবি) গাড়ি লক্ষ করেও ইটপাটকেল নিক্ষেপ করে ছাত্রদল কর্মীরা।
পরে আইন শৃংখলা বাহিনীর ধাওয়া খেয়ে পিকেটাররা পালিয়ে যায়।