দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে স্থানীয় আওয়ালীগ এবং সহযোগি সংগঠনের নেতাকর্মীরা শহরে হরতাল বিরোধী মিছিল করেছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) দুপুর ২টার সময় শহরের গণেশতলা চারুবাবুর মোড় থেকে হরতাল বিরোধী এক মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় গণেশতলায় গিয়ে শেষ হয়।
মিছিলে দিনাজপুর শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস.এম খালেকুজ্জামান রাজু, দিনাজপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এমদাদুল হক সরকার, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি তরিকুল ইসলাম, শহর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অনুপ কুমার দে, শহর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শাহ মোঃ রেজওয়ান-উর-রহমান পলাশ, জেলা আওয়ামী তৃণমূল লীগের আহবায়ক জয়ন্ত কুমার মিশ্রসহ অনান্য নেতাকর্মীরা অংশগ্রহন করেন।