পাবর্তীপুর প্রতিনিধি : জেলার পার্বতীপুরে বুধবার গভীর রাতে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ।
বৃহস্পতিবার সকাল ১১টায় নিহতের লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়েছে পুলিশ।
পার্বতীপুর রেলওয়ে থানার সাব ইন্সপেক্টর (এসআই) আব্দুল হান্নান জানান, পার্বতীপুর রেলওয়ে জংশনের ২ নম্বর প্লাটফর্ম থেকে আনুমানিক ৬০-৬৫ বছরের অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। বৃদ্ধের মাথার চুল সাদা ও মুখে সাদা দাড়ি ছিল। গায়ে ছিল জরাজীর্ণ জামা-কাপড়। ধারণা করা হচ্ছে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে।
পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লুৎফর রহমান জানান, উদ্ধার হওয়া লাশের এখন পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে পার্বতীপুর রেলওয়ে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা করা হয়েছে।