লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বৃহস্পতিবার বিকেলে “কিশোর- কিশোরীরা সমৃদ্ধ হোক কারিগরি জ্ঞান ও দক্ষতায়” নওদাবাস কে এম এস উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলার ১০ টি উচ্চ বিদ্যালয়ে মহিলা ক্রিকেট ও ফুটবল প্রতিযোগীতায় অংশ গ্রহন করেন।
নওদাবাস কে এম এস উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি অশ্বিনী কুমার বসুনিয়ার সভাপতিত্বে আন্ত: স্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদ হোসেন সাগর।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লোকমান হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিচুর রহমান এবং আলহাজ্ব শমসের উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ প্রমূখ।
পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির আয়োজনে DELL প্রকল্প, ওন ভিলেজ এ্যাডভান্সমেন্ট (ওভা) ও সহযোগীতায় প্লান ইন্টার ন্যাশনাল বাংলাদেশ ।