দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর শহরের উত্তর চাউলিয়াপট্টিস্থ খানকাহ্ রহমানিয়া নূরানী তা’লিমুল কুরআন ও হাফোজিয়া মাদ্রাসার উদ্যোগে পবিত্র সীরাতুন নবী (সা.) উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল শনিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি আলহাজ্ব মাহতাব উদ্দীন আহমেদ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন নিউটাউন জামিয়া আরাবিয়া মাদরাসার শিক্ষক আলহাজ্ব মুফতি মাওলানা বেলাল হোসেন। আলোচনা করেন বিরলের মাওলানা মাহমুদুল হাসান সাঈদী, মাওলানা তমিজ উদ্দীন, খানকাহ্ রহমানিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মোঃ জসিম উদ্দীন প্রমূখ। অনুষ্ঠান স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা কমিটির সেক্রেটারী মো. সাখাওয়াত হোসেন সাকু।
আলোচনা সভায় প্রধান অতিথি আলহাজ্ব মুফতি মাওলানা বেলাল হোসেন বলেন, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে হলে রাসুল মুহাম্মদ (সা.) এর পথ অনুসরন করতে হবে। আমাদের সকলকে আল্লাহ ও রাসুলের নির্দেশিত পথে চলতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসুল মুহাম্মদ (সা.) এর আদর্শ অনুসরন করতে হবে। তবেই সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। তিনি সকলকে রাসুল (সা.) এর পথে চলার আহবান জানান।
অনুষ্ঠানে মাদ্রাসার কমিটির সদস্য মো. খলিলুর রহমান, মো. আসাদুল হক, মো. আব্দুস সালাম, মো. মকসেদুর রহমান, মো. আবু হেলালসহ মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও অভিভাবক অন্যান্য সধীজন উপস্থিত ছিলেন।