দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সদর উপজেলা সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ’৭১ এর ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার সকাল ১০টায় দিনাজপুর শহরের কালিতলাস্থ নাগরিক উদ্যোগ কার্যালয়ে সদর উপজেলা কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ’৭১ দিনাজপুর জেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ। বক্তব্য রাখেন জেলা কমিটির সহ-সভাপতি (সাবেক পৌর মেয়র) সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু, সাধারণ সম্পাদক সৈয়দ মোকাদ্দেস হাসেন বাবলু, দপ্তর সম্পাদক অধ্যাপক আব্দুস সবুর, মহিলা বিষয়ক সম্পাদক মনোয়ারা সানু, মুক্তিযোদ্ধা সংসদ সদর উপজেলা কমান্ডার মোঃ লোকমান হাকিম ও সভা সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু।
আলোচনা সভা শেষে সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ’৭১ দিনাজপুর সদর উপজেলার একুশ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়। কমিটির কর্মকর্তারা হলেন-সভাপতি মাহবুব উদ্দীন আহম্মেদ, সহ-সভাপতি মোঃ তসলিম উদ্দিন, সম্পাদক এ্যাড. এসএম শামীম আলম সরকার বাবু, সহ-সম্পাদক অধ্যাপক মো. মাহমুদুল হক কোরাইশী দুলাল, নাজমুন সাদাদ, সাংগঠনিক সম্পাদক জাকির উদ্দিন রেমো, কোষাধ্যক্ষ আবুল কালাম বাবুল, প্রচার সম্পাদক এনামুল হক বেলাল, দপ্তর সম্পাদক সুলতান সেফাউদ্দিন সাফু, আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ আবুহেনা মোস্তফা কামাল, গবেষনা ও প্রকাশনা সম্পাদক আশীষ কুমার ব্যানার্জী বাপ্পি, সাংস্কৃতি সম্পাদক গোপাল বিশ্বাস, কল্যাণ সম্পাদক মোঃ হারুন-অর-রশিদ, মহিলা বিষয়ক সম্পাদক অধ্যাপক হাসিনা আখতার শিউলি, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হোসেন ডাবলু, নির্বাহী সদস্য হিরন্ময় দত্ত ভুলু, জেমস এম দাস লুইস, আবদুর রহমান ও মি. জোসেফ গমেজ।