• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৫:০২ অপরাহ্ন |
শিরোনাম :

গর্তে পড়া শ্রমিকের লাশ উদ্ধার

GAZiPUR-SHiHAuploadগাজীপুর: শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড (প্রশিকা মোড়) এলাকায় গভীর নলকূপের পাইপ স্থাপনের সময় ২৫ ফুট গর্তে পড়ে যাওয়া শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার বিকাল ৫ টার দিকে সাইদুল ইসলাম (২৮) নামে ওই শ্রমিক পা পিছলে গর্তে পড়ে যায়।

সাইদুল জামালপুর জামালপুর সদর উপজেলার রনরামপুর গ্রামের আব্দুর রশীদের ছেলে।

পরে খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা গিয়ে উদ্ধার কাজ শুরু করে। রাত ১০ টায় মাটি চাপাপড়া শ্রমিককে মৃত অবস্থায় উদ্ধার করে তারা।

শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তাসারফ হোসেন জানান, ওই এলাকায় জালাল উদ্দিনের বাড়িতে কয়েকজন শ্রমিক গভীর নলকূপ স্থাপনের জন্য ২৫ ফুট গর্ত করে। পরে শ্রমিকেরা ওই গর্তে নলকূপের পাইপ স্থাপন করছিল। এক পর্যায়ে শ্রমিক সাইদুল পা পিছলে ২৫ ফুট গর্তে পড়ে যায়। সাথে মাটি চাপা পড়ে যাওয়ায় তাৎক্ষণিক তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিস স্টেশন কর্মীরা ওই গর্তের পাশে আরেকটি গর্ত করে চার ঘণ্টা চেষ্টার পর সাইদুলকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদেকুর রহমান ও শ্রীপুর পৌর মেয়র আনিছুর রহমান শ্রমিককে উদ্ধার করা পর্যন্ত ঘটনাস্থলে ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ