ঢাকা : রাজধানীর মৎস্যভবন মোড়ে পুলিশবাসে পেট্রলবোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় বাসটির ভেতরে আগুন ধরে যায়। চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রোড ডিভাইডারে উঠে যায়। এতে এক এসআইসহ পাঁচ পুলিশ সদস্য দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামকে) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
শনিবার রাত সাড়ে ৮ টার দিকে মৎস্যভবন মোড়ে একটি মোটরসাইকেল থেকে এ হামলা চালানো হয়। পুলিশ বহনকারী ওই বাসটির নম্বর; ঢাকা মেট্রো স-১১-০০-৮৬। বাসটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের বলে জানা গেছে।
রমনা থানার ডিউটি অফিসার সারোয়ার আলম জানান, রাজধানীর বিভিন্নস্থানে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের নিয়ে একটি বাস রাজারবাগ পুলিশ লাইনের দিকে যাওয়ার সময় মোটরসাইকেল থেকে পেট্রলবোমা হামলা চালানো হয়। এসময় পাঁচ পুলিশ সদস্য দগ্ধ হয়েছেন। তাদের ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন; এসআই আজাদ এবং চার কনস্টেবল; মোরশেদ, বদিয়ার, লিখন এবং শামীম।
ঘটনার পরপর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
খবর পেয়ে তাৎক্ষণিক ঢামেকে গেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
তিনি বলেন, সুস্পষ্টভাবে এই কাজ অবরোধ সমর্থনকারীদের। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তাদের হুকুমদাতা-আশ্রয়দাতা কাউকেই ছাড় দেয়া হবেনা বলেও জানান তিনি।
ডিএমপি কমিশনার বলেন, সন্ধ্যার পর থেকেই এই চক্রটি সক্রিয় হয়।