
অর্থ-বাণিজ্য ডেস্ক : বাংলাদেশ এনার্জি রেগুলেটারি কমিশনের (বিইআরসি) কারিগরি মূল্যায়ন কমিটি পাইকারি বিদ্যুতের দাম ৫.১৬ শতাংশ বৃদ্ধির সুপারিশ করেছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১০ টার দিকে রাজধানীর কারওয়ানবাজারে অবস্থিত টিসিবি ভবনে বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রক্রিয়া নিয়ে বিইআরসি আয়োজিত এক গণশুনানিতে এ সুপারিশ করা হয়।
এ সময় গণশুনানি গ্রহণ করেন, বিইআরসি’র চেয়ারম্যান এআর খান, সদস্য ড. সেলিম মাহমুদ, প্রকৌশলী দেলোয়ার হোসেন, রহমান মুর্শেদ, মাকসুদুল হক প্রমুখ।
শুনানিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) পাইকারি বিদ্যুতের দাম ১৮.১২ শতাংশ অর্থাৎ ইউনিট প্রতি পঁচাশি পয়সা বৃদ্ধির প্রস্তাব করে। বিইডিবি’র প্রস্তাবে বলা হয়, বর্তমানে তাদের পাইকারি বিদ্যুতের ইউনিট প্রতি উৎপাদন ও সরবরাহ খরচ পড়ছে ৬.৫৪ টাকা। আর বর্তমানে তারা বিদ্যুতের পাইকারি বিক্রির ক্ষেত্রে দাম নিচ্ছেন ইউনিট প্রতি ৪.৬৭ টাকা।
এদিকে টিসিবি ভবনের ভেতরে যখন বিদ্যুতের দাম বৃদ্ধির লক্ষ্যে এ গণশুনানি চলছে তখন বাইরে এর প্রতিবাদে গণঅবস্থান কর্মসূচি পালন করে গণতান্ত্রিক বাম মোর্চা। বাম মোর্চাভুক্ত বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলন ও গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা গণঅবস্থানের অংশ নেন।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী বলেন, বিদ্যুতের দাম বৃদ্ধির এ প্রক্রিয়া অবৈধ। এর কোনো যৌক্তিকতা নেই। এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা এখানে অবস্থান করছি।
শীর্ষ নিউজ