চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার রাঙ্গুনীয়া উপজেলার রানীর হাট বাজারে দুর্বৃত্তদের গুলিতে ফকির জিল্লুর রহমন (৪৫) নামে এক মাজারের খাদেম নিহত হয়েছে।
বুধবার রাত ৯ টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত জিল্লুর রহমান রাঙ্গুনীয়া ইসলামপুর সাহেবনগর এলাকার শামসুল আলম সওদাগরের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির নায়েক পঙ্কজ শীর্ষনিউজকে জানান, রাত সাড়ে ৮টার দিকে জিল্লুর রহমান মাজারের জন্য গরু কিনতে যাওয়ার সময় রানীর হাট বাজারে দুর্বৃত্তরা তাকে গুলি করে দেড় লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
গুলিবিদ্ধ অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপালে আনা হলে কর্তরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে রয়েছে। নিহত ব্যক্তি গাউসুল আযম মাইজভান্ডার মাজারের খাদেম ছিলো।