সিসি নিউজ: নীলফামারীর জলঢাকায় তিন জামায়াত কর্মীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গ্রেপ্তারকৃতরা হলেন জলঢাকা পৌরসভার দক্ষিণ কাজীর হাট মহল্লার এজাল উদ্দিনের ছেলে আফছার উদ্দিন (৪৫), একই মহল্লার দুই শিবির কর্মী অফিজার রহামনের ছেলে শফিকুল ইসলাম (২০) ও শফিয়ার রহমানের ছেলে মাজেদুল ইসলাম (২৩)। মঙ্গলবার গভীর রাতে ওই গ্রামে পুলিশ ও বিজিবি যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, সারাদেশের চলমান যৌথবাহিনীর অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার গভীর রাতে জলঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এসময় জলঢাকা পৌরসভা এলাকার দক্ষিণ কাজীর হাট মহল্লায় অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের একজন জামায়াত ও দুইজন শিবিরের সক্রিয় কর্মী।
তাদের বিরুদ্ধে ৫ জানুয়ারীর জাতীয় সংসদ নির্বাচনের ভোট কেন্দ্রে অগ্নিসংযোগ ও ব্যালট পেপার ছিনতাইসহ নাশকতা সৃষ্টির মামলা রয়েছে। মামলা দায়ের পর থেকে তারা পলাতক ছিল। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।