দিনাজপুর প্রতিনিধি : আন্দোলনের নামে জালাও-পোড়াও এবং সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে মহিলা পরিষদ।
বুধবার দুপুরে দিনাজপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মহিলা পলিষদ দিনাজপুর জেলা শাখার নেতাকর্মী এই মানববন্ধন কর্মসূচী পালন করে। এ সময় নেতৃবৃন্দ ২০ দলীয় জোটের আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করে নিরিহ মানুষ মারার তীব্র নিন্দা জানান এবং এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। ভবিষ্যতে আর কোন মানুষকে পুড়িয়ে মারতে না পারে সে ব্যাপারে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর জরুরী হস্তক্ষেপ কামনা করা হয়। মানববন্ধনে শিক্ষাবিদ মোঃ সফিকুল ইসলাম, সাবেক কাউন্সিলর মনোয়ারা সানুসহ মহিলা পরিষদ জেলা কমিটির নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।