সিসি নিউজ: শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে কৃষিবিদ ইনস্টিটিউশন নীলফামারী জেলা শাখা। বুধবার দুপুরের দিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারীর কার্যালয়ের সামনে কৃষিবিদ ইনস্টিটিউশন নীলফামারী জেলা শাখা আয়োজনে শীতার্তদের মাঝে এসব কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন।
এসময় কৃষিবিদ ইনস্টিটিউশন নীলফামারী জেলার শাখার সভাপতি ও পৌরসভা মেয়র কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও নীলফামারী কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ গোলাম মো. ইদ্রিস, সাধারণ সম্পাদক কৃষিবিদ এনামুল হক, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়শনের সভাপতি আব্দুল ওয়াহেদ সরকার, জেলা প্রানিসম্পদ কর্মকর্তা শাহজালাল খন্দকার, ডিমলা উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যান তৈয়বুল ইসলাম, কৃষিবিদ আফতাব হোসেন, কৃষিবিদ মোহাম্মদ মজনুর রহমানসহ জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের কৃষিবিদগন উপস্থিত ছিলেন।
কৃষিবিদ ইনস্টিটিউশনের সাধারণ সম্পাদক কৃষিবিদ এনামুল হক জানান, সংগঠনের পক্ষ থেকে সদর উপজেলার দুই শতজন শীতার্ত অসহায় ও দরিদ্রের মাঝে দুই শত পিস কম্বল বিতরণ করা হয়েছে।