সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শহরের নতুন বাবুপাড়ার দূর্গা মিল এলাকার ওয়াকিল ওরফে ছোটকা (৩২) নামের ওই মাদক ব্যবসায়ীর নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।
থানা সূত্র মতে, মাদক দ্রব্য অধিদপ্তর সৈয়দপুরের পরিদর্শক জাহিদুল ইসলাম ও সৈয়দপুর থানার এসআই নজরুল ইসলামের নেতৃত্বে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ওই অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক দ্রব্য অধিদপ্তর সৈয়দপুর অফিসের কর্মচারী অভিক দাস ক্রেতা সেজে মাদক ব্যবসায়ী ওয়াকিল ওরফে ছোটকার কাছে ইয়াবা ক্রয় করতে যায়। মাদক ব্যবসায়ী ওই সময় তার সহযোগি বিচালীহাটির পারভেজ ওরফে আবিদকে (২৫) দিয়ে ইয়াবা হস্তান্তর করার সময় ওৎ পেতে থাকা পুলিশ ও মাদক দ্রব্য অধিদপ্তরের কর্মকর্তাগণ ২৫ পিচ ইয়াবাসহ আবিদ ও ছোটকাকে আটক করে। অভিযানে সৈয়দপুর থানার এটিএসআই মোস্তাক আহমেদ ও মাদক দ্রব্য অধিদপ্তরের এএসআই আলমগীর হোসেন ও সদস্য সাইফুল আলম উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে সৈয়দপুর থানায় একটি মাদক মামলার প্রক্রিয়া চলছে।