• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৯:৫১ পূর্বাহ্ন |

পেট্রোলবোমায় সিএনজিচালক নিহত, দগ্ধ ট্রাকচালক

nihotoসিলেট: ঢাকা-সিলেট মহাসড়কের তেতলী বদিকোনা এলাকায় ঢাকাগামী ট্রাকে পেট্রোলবোমা মেরে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। ট্রাক ড্রাইভারের শরীরে আগুন লাগলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালক মারা যান, আহত হন সিএনজির দু’জন যাত্রী।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে সিলেট থেকে ঢাকাগামী ট্রাকটি তেতলী বদিকোনা এলাকার প্রগতি স্কুলের সামনে এলে ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত পেট্রোলবোমা মেরে ট্রাকে আগুন লাগিয়ে দেয়। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকশাকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। স্থানীয় লোকজন এসে ট্রাকড্রাইভার ও সিএনজি যাত্রীদের উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহত সিএনজি অটোরিকশাচালক শাজাহান উদ্দিন (৩০) তেতলী আহমদপুর গ্রামের বাসিন্দা।

এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী রাত পৌনে ১২টায় ঢাকা-সিলেট মহাসড়কের তেতলী বদিকোনা এলাকায় বিক্ষোভ করে। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। পূর্ব থে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ