খেলাধুলা ডেস্ক: দিনাজপুরে শুরু হয়েছে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মানু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট। জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির সার্বিক সহযোগিতায় দিনাজপুর বড় ময়দানে আজ শুক্রবার সকাল ১০ টায় বেলুন-পায়রা উড়িয়ে মানু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন করেন মরহুম নুরুল ইসলাম মানু এর সহ ধর্মীনি মোছাঃ হাসনা বানু। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী ও জেলা পুলিশ সুপার মোঃ রুহুল আমিন।
মানু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের আহবায়ক স্বরুপ কুমার বকশি বাচ্চু এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন টুর্নামেন্টে কমিটির সদস্য সচিব সৈয়দ আজাদুর রহমান বিপু । এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ^জিৎ ঘোষ কাঞ্চন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোকাদ্দেম আনোয়ার ওয়ান্ডার, সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু ইবনে রজব প্রমুখ।
টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করেছে। অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে,প্রচেষ্টা ক্রিকেট কোচিং সেন্টার, মিউনিসিপ্যাল হাই স্কুল, দিনাজপুর উচ্চ বিদ্যালয়, এ,বি,সি স্পোর্টস কোচিং সেন্টার, ইয়াং ব্রাদার্স বাহাদুর বাজার, গোল্ডেন স্পোর্টস এসোসিয়েশন, ক্লেমন দিনাজপুর ক্রিকেট একাডেমী এবং বি.কে.এস.পি দিনাজপুর। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে প্রচেষ্টা ক্রিকেট কোচিং সেন্টার ও মিউনিসিপ্যাল হাই স্কুল।