সিসি নিউজ: জেন্টা ক্লাব অব ঢাকা – ২ এর উদ্যোগে সুফিয়া চক্ষু হাসপাতালের সহযোগিতায় সৈয়দপুরের অসহায়, দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে শহরের চাঁদনগরস্থ সুফিয়া চক্ষু হাসপাতাল চত্বরে আনুষ্ঠানিকভাবে ওই শীতবস্ত্র বিতরণ কর হয়।
সুফিয়া চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা ও চক্ষু বিশেষজ্ঞ, রোটারিয়ান প্রফেসর ডা. মো. শরীফুল আলম চৌধুরী উপস্থিত থেকে শীতার্তদের হাতে এ কম্বল তুলে দেন।
এ সময় দন্ত বিশেষজ্ঞ ও সার্জন ডা. মো. শেফাউল আলম,সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মো. জালাল উদ্দিন, সাংবাদিক তোফাজ্জল হোসেন ওরফে লুতুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সৈয়দপুর শহরের শতাধিক অসহায়,দুস্থ শীতার্ত মানুষের মধ্যে নতুন কম্বল বিতরণ করা হয়েছে।