কুমিল্লা : কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ট্রাকে আগুন দেয়ার অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় তাকে হুকুমের আসামি করা হয়েছে।
সোমবার রাতে এ মামলাটি দায়ের করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ২০ দলের অবরোধ ও হরতাল চলাকালে রোববার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের হায়দাপুল এলাকায় ট্রাকে আগুন দেওয়ার অভিযোগে চৌদ্দগ্রাম থানার এস আই নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে ৩২ জনের নাম উল্লেখ করে ১০ জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি দায়ের করেন। মামলা নম্বর ৪৩।
মামলায় এক নম্বর আসামি করা হয় চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির শাহাবুদ্দিনকে আর খালেদা জিয়াকে করা হয়েছে ৩২ নম্বর আসামি। ৭৪ এর বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।