সিসি নিউজ: নীলফামারীর ডিমলায় অভিযান চালিয়ে পঞ্চাশ কেজি গাঁজা উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৩ রংপুর। আটককৃতদের সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আটকরা হলেন জলঢাকা উপজেলার ভাবনচুর গ্রামের জহুরুল হক (৪২) ও একই গ্রামের জহরত উল্লাহ (৪৫)।
সোমবার দুপুরে র্যাব-১৩ রংপুর এর ডিএডি মমিনুল ইসলাম মুঠোফনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ রংপুরের উপ-অধিনায়ক মেজর আবু ফরহান করিম (পিএসসি) এর নেতৃত্বে ও র্যাব-১৩ সিপিসি নীলফামারীর সহযোগিতায় রোববার ভোররাত সারে চারটার দিকে নীলফামারী জেলার ডিমলা উপজেলার দক্ষিণ সোনাখুলি গ্রামে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজা উদ্ধারসহ মাদক ব্যবসায়ী জহুরুল হক (৪২) ও জহরত উল্লাহকে (৪৫) আটক করা হয়। রোববার রাত আটটার দিকে উদ্ধারকৃত গাঁজাসহ আটককৃতদের ডিমলা থানা পুলিশে সোপর্দ্দ করা হয়।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাাঁজাসহ আটক দুইজনকে রোববার রাত আটটার দিকে ডিমলা থানায় সোপর্দ্দ করে র্যাব-১৩ রংপুর। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।