চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে নিজ ঘর থেকে গৃহবধুর রহস্যময়ী লাশ উদ্ধার। হত্যা না অতœহত্যা তা নিয়ে চলছে এলাকায় আলোচনার ঝড়।
জানা গেছে, উপজেলার নয়ারহাট ইউনিয়নের বজড়া দিয়ার খাতা এলাকার গোলাম আলীর ছেলে জাহাঙ্গির সাথে চিলমারী ইউনিয়নের চরুয়াপাড়া এলাকার মৃত মাছুশেখের মেয়ে সাহের বানুর প্রায় ৫ বছর আগে বিয়ে হয়। এর মধ্যে তাদের কোল জুরে আসে দু’টি পুত্র সন্তান। বিয়ের পর থেকে প্রায় সময় জাহাঙ্গির আলম ফেনিসহ বিভিন্ন এলাকায় দিনমজুরের কাজ করে আসছিল এবং ঘটনার কয়েকদিন আগে জাহাঙ্গির কাজের সন্ধানে ফেনি চলে যায়। তাদের সংসারে কোন কলহ বিবাদও ছিল না বলে এলাকাবাসী জানান। কিন্তু হঠাৎ ঘটনার দিন বৃহস্পতিবার সকালে তার মৃত দেহ তার সোয়ার ঘর থেকে উদ্ধার হওয়ায় এলাকায় বইছে আলোচনার ঝড়। শাশুরী জাহানারা জানান, সকালে দুই নাতীর কান্না শুনে এগিয়ে গিয়ে তাদের ঘরের মঝেতে সাহের বানুকে পড়ে থাকতে দেখে তাকে ডাকাডাকি করে কোন সারাশব্দ না পেয়ে আশপাশের লোকজনকে ডাকি। কিন্তু কি কারনে কি ভাবে সে মারা গেলে কিছুই বুঝতেছিনা। এব্যাপারে চিলমারী মডেল থানার এস আই আনিছ লাশ উদ্ধার করার কথা শিকার করেন কিন্তু কোন মন্তব্য করেননি।