ঢাকা : ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ ও হরতাল প্রত্যাহারের ৪ দফা দাবি নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে অবস্থান করছেন রাজধানীর বিভিন্ন স্কুলের ৫০ জন অভিভাবক।
শনিবার বেলা ১১ টা ৪০ মিনিটের দিকে তারা কার্যালয়ের গেইটের সামনে প্ল্যাকার্ড হাতে নিয়ে এ ৪ দফা দাবি জানান।
দাবিগুলো হচ্ছে-
১. ১৫ লক্ষ শিক্ষার্থীর ভবিষ্যতের কথা বিবেচনা করে অবরোধ-হরতাল বন্ধ রাখুন।
২.আগামী এক মাস অন্তত এ ধরনের কর্মসূচি থেকে বিরত থাকুন।
৩.আমাদের সন্তানদের নিরাপত্তা আপনার হাতে।
৪.মানবিক বিবেচনায় এ ধরনের কর্মসূচি প্রত্যাহার করুণ।