সিসি নিউজ: দিনাজপুরের চিরিরবন্দরের নিউ ভিশন প্রাইভেট প্রোগ্রাম নিজ উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে উদ্দিপনা পুরস্কার প্রদান করেছে। শুক্রবার বিকেলে পুরস্কার প্রদান অনুষ্ঠানে সিসি নিউজ’র সম্পাদক জসিম উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরিদ্র শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
স্থানীয় প্রবীণ ব্যাক্তি আব্দুল বাকি মিয়ার সভাপতিত্বে উদ্দিপণা পুরস্কার প্রদান অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানটির পরিচালক এস এম এ কুদ্দুস, অভিভাবক ওসমান গনি, সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, এস এম এ সামাদ ও ওমর ফারুক। অপরদিকে একই মঞ্চে প্রতিষ্ঠানের এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ যে, বিগত ২০১৩ সাল থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত ওই এলাকার শিক্ষার্থীরা নিউ ভিশন প্রাইভেট প্রোগ্রামটি সিরাজুল হুদা জামালিয়া দাখিল মাদ্রাসায় চালু করে। বর্তমানে ওই প্রতিষ্ঠানে ১৭৪ জন শিক্ষার্থী পড়ছে। বিগত পিএসসি, জেএসসি ও এসএসসি/দাখিল পরীক্ষায় এ প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা শতভাগ পাশ করেছে।