সিসি নিউজ: “সংঘাত ও সহিংসতা নয়-চাই শান্তি, নিরাপত্তা, গণতান্ত্রিক পরিবেশ ও স্বাভাবিক বেঁচে থাকার অধিকার” এই দাবীতে নীলফামারীতে মানববন্ধন করেছে সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র)।
শনিবার দুপুরে শহরের স্বাধীনতা স্মৃতি অম্লন চত্তরের সামনে সুপ্র’র জেলা কমিটির আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচীতে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা একাত্মতা প্রকাশ করে অংশ গ্রহণ করেন।
সুপ্র জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিবের সভাপতিত্বে মানববন্ধন সমাবেশে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক আহসান রহিম মঞ্জিল, কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি শ্রীদাম দাস, উন্নয়ন কর্মী আবু মুসা মাহমুদুল হক, ৭১’র ঘাতক দালাল নির্মুল কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল ইসলাম ও সুপ্র’র জেলা কমিটির সদস্য মমিনুর রহমান বক্তব্য রাখেন।
বক্তারা অভিযোগ করে বলেন, অবরোধ কর্মসুচী ঘিরে সারাদেশে চলমান সহিংসতা, মানুষ হত্যা, জ্বালাও পোড়াও, ভাংচুরের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সংকট উত্তোরণে দুই দলের শীর্ষ নেতাদের কাছে আহবান জানান।