সিসি নিউজ: স্বল্প খেলোয়াড়, ক্ষুদ্র গোল পোষ্ট ও মাঠ এবং শুধু পায়ের স্পর্শ আর একটু ব্যতিক্রম ফরম্যাটের এ ফুটবল খেলা মিনিবার নামে একটি টূর্ণামেন্ট উদ্বোধন হয়েছে সৈয়দপুরে। ভজে স্পোটিং ক্লাব এর উদ্যগে স্থানিয় ১৬টি ক্লাব নিয়ে সৈয়দপুর মকবুল হোসেন টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ মাঠে পৌর মেয়র আমজাদ হোসেন সরকার শুক্রবার বিকেলে এ টূর্ণামেন্টের উদ্বোধন করেন। এ সময় সকল দলের কর্মকর্তা ছাড়াও সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট ওবায়দুর রহমান, প্যানেল মেয়র জিয়াউল হক জিয়া সংগঠক হায়দার আলী, হায়াত আলী জাফরী উপস্থিত ছিলেন। উদ্ধোধনী খেলায় সেভেন ষ্টার ক্লাব এর বাদশার হ্যাট্রিকে ৫-০ গোলের ব্যাবধানে বয়েজ স্পোটিং ক্লাবকে পরাজিত করে। এ টূর্ণামেন্টে অংশ গ্রহনকারী অন্যন্য দলগুলো হল নিউ বৈশাখী সংঘ, খেজুর বাগ ক্রিড়া চক্র, দাদা একাদশ, প্রামানীক একাদশ, জামান স্মৃতি, প্রিন্স একাদশ, ব্রাইট ষ্টার, আরামবাগ ক্রিড়া চক্র, নিউ স্পোটিং ক্লাব, পাটোয়াড়ি পাড়া একাদশ, শিপন একাদশ, ভিক্টোরিয়া স্পোটিং ক্লাব, সবুজসাথি ক্রিড়া চক্র। আগামি ৬ ফেব্রুয়ারি ফাইনাল খেলার মধ্য দিয়ে এ টূণামেন্টের সমাপ্তি হবে। পুরো টূণামেন্টের খেলাগুলো পরিচালনা করবেন ঢাকা দ্বিতীয় বিভাগে খেলা সাবেক খেলোয়াড় আতাউর রহমান গ্যাদা, মোকছেদ আলী, গজনফর আলী মিন্টু।