সিসি নিউজ: হরতালের দিনগুলোতে ২০১৫ সালের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। তাই আগামীকাল সোমবারের পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রোববার সচিবালয় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানিয়েছেন।
আগামীকাল সোমবারের পরীক্ষা অনুষ্ঠিত হবে শুক্রবার সকাল ৯টায় শুরু হবে। তবে আগামী বুধবারের পরীক্ষা যথাসময় অনুষ্ঠিত হবে।
তিনি বলেছেন, দেশের এমন পরিস্থিতির মধ্য আমরা ছেলে-মেয়েদেরকে অনিশ্চিয়তার মধ্য ফেলে দিতে পারি না। তাই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।