রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে এলজিইডি’র তত্বাবধানে পল্লী সড়ক ও কালভার্ট মেরামত কর্মসূচী’র আওতায় নিয়মিত রক্ষণা-বেক্ষণ কাজে নিয়োজিত এলসিএস ৩৩ জন মহিলা কর্মীদের বকেয়া দু’মাসের বেতন-ভাতা প্রদান করা হয়েছে। সোমবার উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-চাকিরপশার ইউপি চেয়ারম্যান জাহিদ সরওয়ার্দ্দী বাপ্পী। বিশেষ অতিথি ছিলেন-দৈনিক মানবজমিনের রাজারহাট প্রতিনিধি মো. রফিকুল ইসলাম। এ সময় উপজেলা প্রকৌশলী জি কে এম আনোয়ারুল আলমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত নভেম্বর-ডিসেম্বর ২০১৪ এর দু’মাসের বকেয়া বেতন বাবদ প্রত্যেককে ৫৪৯০ টাকা প্রদান করা হয়।
উপজেলা প্রশাসনের শীতবস্ত্র বিতরণ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল হাশেম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মোতালেব সরকার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ময়নুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি সাজেদুর রহমান মন্ডল চাঁদ, মানবজমিন প্রতিনিধি রফিকুল ইসলাম, এএস লিমন প্রমূখ।