জয়পুরহাট : জয়পুরহাটের বটতলী জামালগঞ্জ পাকারমাথা বাইপাস সড়কের চকদাদরা ফকিরপাড়া এলাকার বেইলি ব্রিজের তিনটি পাটাতন খুলে ফেলেছে দুর্বৃত্তরা।
পুলিশ ও এলাকাবাসী জানান, মঙ্গলবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ওই বেইলি ব্রিজের তিনটি পাটাতল তুলে ফেলায় ওই সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। খবর পেয়ে পুলিশ রাত ৩টার দিকে ওই ব্রিজের দুর্ঘটনা এড়াতে বাঁশ ও গাছের ডাল দিয়ে গতিরোধক তৈরি করে রেখেছে।